Posts

Showing posts from January 15, 2017

সম্পর্ক Samporko Relationship - A Poem by Bijaybrata Jyoti

সম্পর্ক আজ সবার মন খারাপ,  অদৃষ্ঠের আঘাতে ভাঙছে তোমার-আমার মন;  সম্পর্ক মেঘে ঢেকে যায়,  মুহুর্তে পর হয়ে যাচ্ছে কত-শত আপনজন।  কেউ বোঝে তো কেউ দেয় অবুঝের পরিচয়,  কারও কাছে শখ,তো কারও কাছে শুধুই অপচয়।  কারও প্রতি দয়া বেড়ে যায়,তো কারও প্রতি ভালোবাসা;  কেউ ছোটে মোহের বসে,কেউ শুধুই নেশায়।  কেউ ভুল স্বীকার করে,কেউ কেউ করে না,  অস্বীকার করলেই মিথ্যা,সত্য হয়ে যায় না।  পৃথিবীটা ক্রমশ নিষ্ঠুর হয়ে উঠেছে,হয়েছে কঠোর;  দুষ্ঠ লোক নিপাত যাক, খোলা হোক ওদের জন্য কবর।  সবাই যেন ভালোবাসা পায়,  পায় যেন পেট ভরে খাবার;  এ অধম চায় শুধু "ভালো হোক সব্বার"।