Posts

Showing posts from February 12, 2017

স্মৃতি Sriti Memories - A poem by Bijaybrata Jyoti

স্মৃতিহারানো জিনিস পাওয়ার সাথে খুঁজে পাই কত স্মৃতি,
শব্দগুলো খুঁজে পেলাম আর পেলাম উড়োচিঠি। 
দীপাবলি-র প্রদীপ পেলাম, পেলাম কিছু পোড়া তুলো,
ছেলেবেলার আঁকা ছবি আর সেই রঙ-পেনসিল গুলো। 
ফিরে পাওয়া মানে মুচকি হাসি, ঠোঁট চাপা কান্না সাথে,
ধুলো জমেছে বণপরিচয়, বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ-এ।
আজ-ও “আতাগাছে তোতাপাখি” বসে আছে মনে,
শুঁয়োপোকায় বাসা বেঁধেছে আমার ঘরের কোণে।
আজকের মুহূর্ত গুলো আগামীর স্মৃতি হয়ে যায়,
স্মৃতির বাড়ি অন্ধকারে আর অ্যালবাম এর পাতায়।