Posts

Showing posts from February 24, 2017

সোনার বাংলা চাই Sonar Bangla Chai Want Golden Bengal - A Poem by Bijaybrata Jyoti

সোনার বাংলা চাই 
আমার বেলাদুপুরে ঘুম ভাঙা চোখ,
জয়ের পর ডান-বাম-এর হিংসা আর ক্ষোভ ।
ছুটছে শহর,নিচ্ছে শপথ,দেখছে রেড-রোড,
একচালার উঠানে এখনও টাক ফাটানো রোদ । 
মা সারদা হোক বা কুটিল পুরুষ নারদ,
এক নিমেষে নেমে গেল উওেজনার পারদ ।
এিফলার জ্যোতি নিভিয়েছে নাকি ৩৪-এর বাতি,
আমি না উনি-ই তো বললেন তোরা কুকুর আমি হাতি ।
টাকা অনেক,সিমেণ্ট অনেক,চাপা-চাপা,হবেনা ক্ষতি,
চাপা পরা মানুষ গুলোর আজও হলো না গতি ।
সমালোচনা করলাম বলে আমায় শত্রু ভেবো না,
দয়া করে সমালোচকদের গারদে পুরো না ।
মানুষ তোমাদের জয়ী করেছে,আশীর্বাদ করেছে দুহাত তুলে,
মানুষের পাশে থেকে তোমরা,যেন যেওনা মানুষকেই ভুলে ।